পিবিএ/ডেস্ক: লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে এ ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মর্মান্তিক ওই নৌকাডুবির পর অভিবাসীদের উদ্ধারে একটি মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিউনিসিয়ার নৌবাহিনী সদস্য।
উদ্ধারকারীদলের সদস্যরা ১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় । এসময় তারা তিনজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ অন্যদের উদ্ধারেও তৎপরতা চালানো হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।তবে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, নৌকাডুবির শিকার যাত্রীরা আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন।
জীবন-জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসছেন অসংখ্যনারী পুরুষ শরণার্থী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ।কিন্তু এই মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে তার ব্যাবস্থা নেয়া জরুরী হয়ে উঠেছে ।
পিবিএ/এইচটি