সাভারে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

পিবিএ ডেস্ক: সাভারের বলিয়ারপুরে হাতিল ফার্নিচারের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমেনা আক্তার। তিনি হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সাভারে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
ফাইল ফটো

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী মিনিবাসটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আমেনা আক্তার হিমু, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের এবং রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক আমেনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...