পিবিএ,ডেস্ক: পাকিস্তান থেকে ছেড়ে আসা জর্জিয়ার একটি পণ্যবাহী বিমানকে জরুরি অবতরণে বাধ্য করেছে ভারতীয় বিমানবাহিনী। পাকিস্তানের করাচি বিমান বন্দর থেকে দিল্লি যাওয়ার পথে নির্দিষ্ট আকাশসীমা থেকে সরে যাওয়ায় শুক্রবার জয়পুর বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জর্জিয়ার পণ্যবাহী বিমান এএন-১২ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে ভারতের নির্ধারিত আকাশপথ লঙ্ঘন করে উত্তর গুজরাটে ঢুকে পড়ে। খবর এনডিটিভির।
নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে ঢুকে পড়ায় বিমানটিকে জরুরি অবতরণে বাধ্য করে ভারতের যুদ্ধবিমান। জর্জিয়ার রাজধানী টিবিলিসি থেকে করাচি হয়ে বিমানটি ভারতের নয়াদিল্লি যাচ্ছিল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এয়ার ট্রাফিক সার্ভিসের নির্দিষ্ট পথে বিমানটি উড়ছিল না। ভারত থেকে পাঠানো রেডিও সিগনালের জবাবও দেয়নি বিমানটির পাইলটেরা । ওই এলাকা দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞার কারণে বিমানটি অন্য পথ দিয়ে ভারতে ঢুকে পড়ে।’
ওই বিমানটির সে সময়ে ভারতীয় আকাশসীমায় প্রবেশের কথা ছিলনা। হঠাৎ কী কারণে বিমানটি ভারতের আকাশসীমা লঙ্ঘন করলো, তা নিয়ে বিমানটির পাইলট এবং বিমানকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে।
পিবিএ/এইচটি