কক্সবাজারের রামু উপজেলা অন্তর্গত ছাদর পাড়া-চরপাড়া গ্রামের মধ্যস্থলে বাকখাঁলী নদীর এ অংশে বাঁশের সাঁকো অবস্থিত। একটি সেতুর অভাবে চরম দূর্ভোগে দুই গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে মহিলা শিশু ও বয়স্ক ব্যক্তিরা সাঁকো পাড় হচ্ছে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু নিমার্ণের। শনিবার, ১১ মে। ছবি: পিবিএ