রংপুরে জেএমবির দুই জঙ্গি সদস্য গ্রেফতার

পিবিএ,রংপুর: রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম নামে জঙ্গি সংগঠন জামায়েতুল মোজাহেদিন বাংলাদেশ-জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব-১৩। শনিবার সকালে রংপুরের হারাগাছ ও গঙ্গাচড়া থানা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা।

রংপুরে জেএমবির দুই জঙ্গি সদস্য গ্রেফতার
আটক রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম

তিনি জানান, শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারাগাছ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে জেএমবি’র সক্রিয় সদস্য মোঃ রফিকুল ইসলাম (৫৮) ও গঙ্গাচড়া থেকে মোঃ নুরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়। তাদের দুজনের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

খন্দকার গোলাম মর্তুজা আরো বলেন, গ্রেফতার দুই জঙ্গি সদস্য দীর্ঘদিন যাবত গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা সংগ্রহ, গোপন বৈঠক সহ বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিলেন। এছাড়াও রংপুর অঞ্চলে তাদের বিভিন্ন অপতৎপরতার পরিকল্পনা রয়েছে। তাদের কার্যক্রমের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলছে।

পিবিএ/এসআই/আরআই

আরও পড়ুন...