রাজবাড়ীতে প্রতিবন্ধীকে ধর্ষণ ও অন্তঃসত্বার অভিযোগে মিন্টু মীর গ্রেফতার

rajbari-arrest-pba

পিবিএ,রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২২) কে ধর্ষণ ও অন্তঃসত্বার ঘটনায় অভিযুক্ত মিন্টু মীর (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১০ই মে রাত ৮টার দিকে মুকুন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের রওশন মীরের ছেলে।

এর আগে গত ৮ই মে ওই প্রতিবন্ধী যুবতীর বোন বাদী হয়ে রাজবাড়ী থানায় মিন্টু মীর (২৮) ও তার চাচাতো ভাবী শাজাহান মীরের স্ত্রী বিউটি বেগম (৪০) কে আসামী করে মামলা দায়ের করেন।
গত ৮মাস আগে বিউটি বেগমের সহযোগিতায় তার বাড়ীর ছাদে ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে মিন্টু মীর।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার পিবিএকে জানান, ওই প্রতিবন্ধী যুবতীর বোনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গতকাল ১০ই মে রাত ৮টার দিকে মিন্টু মীরকে গ্রেফতার করা হয়েছে।

ওই প্রতিবন্ধী যুবতীর বোন পিবিএকে জানান, আমার বুদ্ধি প্রতিবন্ধী বোনকে প্রায়ই কু-প্রস্তাব দিতো মিন্টু মীর। গত ৮মাস আগে বিকেল বেলায় মিন্টু মীরের চাচাতো ভাবী বিউটি বেগমের বাড়ীর সামনে দিয়ে হেটে যাওয়ার সময় তিনি টিভি দেখার কথা বলে আমার বোনকে ডেকে কৌশলে তার একতলা ব্লিডিং ঘরের ছাদের উপর সিড়ি ঘরে নিয়ে যায়। এরপর সে মোবাইলে মিন্টু মীরকে সেখানে ডেকে নেয়। পরে তার সহযোগিতায় মিন্টু মীর তাকে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর তারা তাকে বিষয়টি প্রকাশ না করার জন্য প্রাণনাশের হুমকি দেয়।

তিনি আরো জানান, পরবর্তীতে তার পেটের আকার বড় হতে থাকে। তখন আমরা ভেবেছিলাম ওর পেটে টিউমার হয়েছে। যার কারণে গত ৭ই মে রাজবাড়ী শহরের নুর ডায়াগনষ্টিক সেন্টারে ওর আল্ট্রাসোনোগ্রাম করানো হয়। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানান ওর পেটে ৮মাসের বাচ্চা আছে। এ ঘটনার শোনার পর আমরা তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে ঘটনার বর্ণনা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

পিবিএ/এফএস

 

আরও পড়ুন...