আমবাগানে ক্ষতিকর রাসায়নিক ও কেমিক্যাল ঠেকাতে পুলিশের নজরদারি

পিবিএ,নওগাঁ: দেশের অন্যতম ব্যাণিজ্যিকভাবে আম উৎপাদনকারি জেলা নওগাঁয় সু-মিষ্ট আমে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক ও কেমিক্যাল ব্যবহার ঠেকাতে বাগানে বাগানে চলছে পুলিশ প্রশাসন ও কৃষি বিভাগের বিশেষ নজরদারি। বর্তমানে আমের গাছে প্রয়োগ করা হচ্ছে বালাইনাশক । সেই সাথে চলছে পরিচর্যা। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব এবং বিরুপ আবহাওয়ার কারনে এ বছর আমের ফলন গত বছরের তুলনায় কিছুটা কম হবে ।

আমবাগানে ক্ষতিকর রাসায়নিক ও কেমিক্যাল ঠেকাতে পুলিশের নজরদারি
আমবাগানে ক্ষতিকর রাসায়নিক ও কেমিক্যাল ঠেকাতে পুলিশের নজরদারি

রোজার পর আম বাজারে আসায় এবার ভাল দাম পাবেন আম চাষি ও বাগান মারিকরা। অপরিপক্ক আম রাসায়নিকে পাঁকিয়ে কেউ যেন বাজারজাত না করেন সে লক্ষ্যে এবং ভোক্তাদের কাছে নিরাপদ আম তুলে দেয়ার জন্য কৃষি বিভাগ ও স্ব স্ব এলাকার উপজেলা প্রশাসন নিয়েছেন সচেতনতামুলক নানা পদক্ষেপ। এ বছর পোরশা উপজেলায় সাড়ে ৯ হাজার হেক্টরসহ জেলায় মোট ১৮ হাজার ৬’শ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়েছে।

আমচাষি আতাউর রহমান জানান আমে পোকা মাকরের কারনে বালাইনাশক ব্যবহার করা হয় কোন ফরমালিনবা কেমিক্যাল আম চাষিরা ব্যবহার করেন না। গত বছরের চেয়ে এবার আমের ফলন কম। আমরা প্রশাসনের নিদের্শ মেনে অপরিপক্ক আম পাকানোর জন্য কোন ফরমালিন বা কেমিক্যাল ব্যবহার করছিনা বলে গৃহস্থালী আমের ফলন কিছুটা কম হলেও বাণিজ্যিকভাবে উৎপাদিত আমের ফলন ঠিক থাকবে।

নওগাঁর সু-মিষ্ট আমের দেশ বিদেশে চাহিদা থাকায় এখানকার আমচাষিরা আমে কোন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করেন না। এবার রোজার পর আম বাজারে আসায় এবার ভাল দাম পাবেন বাগান মালিকরা এমনই আশা ব্যক্ত করেন মো: মাহবুবুর রহমান অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মমর্তা।

ভোক্তার কাছে নওগাঁর নিরাপদ ও মানসম্মত আম সরবরাহের আমরা আম বাগান মালিকদের সাথে কথা বলছি।সেইসাথে আমে যেন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করতে না সে লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় প্রয়োজনীয পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ মো: ইকবাল হোসেন।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...