মেহেরপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রাম থেকে আসাননুর খাতুন (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধা আসাননুর জোড়পুকুরিয়া গ্রামের আসমত আলীর স্ত্রী।

শনিবার দুপুর আড়াইটার দিকে নিজ ঘরের আড়ার সাথে বৃদ্ধা আসাননুর খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা শনিবার দুপুরে প্রতিবেশীরা আসাননুরের গলাই শাড়ী পেঁচানো লাশ তার নিজ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দেয়া হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পিবিএ’কে জানান,ঘটনার খবর পেয়েছি। পুলিশের একটিদল সেখানে রওনা দিয়েছে। তদন্ত শেষে মারার যাওয়ার কারণ জানা যাবে।
স্থানীয় কয়েকজন পিবিএ’কে জানান,আসাননুর খাতুনের নাতি (মেয়ের ছেলে) তার বাড়িতে বসবাস করে আসছিল। সম্প্রতি আসাননুরের স্বামী আসমত আলী নাতি ছেলে জাফর আলীকে কয়েক শতক জমি রেজিষ্ট্রি করে দেয়। এনিয়ে আসাননুরের সাথে তার নাতি জাফর আলীর মনোমালিন্য ছিল।

এ কারণে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার পায়তারা চালাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ আসাননুর যে ঘরের আড়ার সাথে ঝুলছিল। সে ঘরের আড়া ও মেঝের দুরত্ব খুবই কম। কিভাবে এ খানে আত্মহত্যা করতে পারে এমন প্রশ্ন নানা মনে।

পিবিএ/জিএসএস/হক

আরও পড়ুন...

preload imagepreload image