পিবিএ,হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩৬ হাজার ৫শ টাকা জরিমানা ও একজনকে আটক করেছে।
শনিবার (১১ মে) বিকেলে হাকিমপুর নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম হিলি বাজারের খাবার হোটেল, গরুর মাংস দোকান, মুদি দোকান, জিলাপী দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন এবং মাংস দোকানে বাসি মাংস রাখায় দোকানদার নোমানকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড অথবা ১০ হাজার টাকা অর্থ দন্ড জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এবং এ অভিযান অব্যহত থাকবে।
পিবিএ/এসআর/আরআই