চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৮ ডিগ্রি সেলসিয়াস

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আবারও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছে। শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সাধারণ মানুষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৮ ডিগ্রি সেলসিয়াস
কাজের ফাঁকে গাছের নিচে ও ঠান্ডা স্থানে বিশ্রাম নিচ্ছে শ্রমিকরা

হাসপাতাল গুলোতে বাড়তে শুরু করে তাপহাদের কারণে রোগি। তাপদাহের কারণে হিটস্ট্রোক, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের রোগ। শিশু ও বয়স্করা তাপদাহের কারণে এ সব রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালের বহির বিভাগ ও আন্ত:বিভাগে বাড়তে শুরু করেছে রোগি।

নিম্ন আয়ের মানুষ গুলোকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। শ্রমিক ও রিক্সা চালকদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা তাপপ্রবাহের কারণে কাজ করতে পারছে না। কাজের ফাঁকে গাছের নিচে ও ঠান্ডা স্থানে বিশ্রাম নিচ্ছে।

শরীর ঘামছে অতিরিক্ত। চুয়াডাঙ্গার প্রধান সড়ক গুলো দুপুরের পর থেকে জন শূন্য হয়ে পড়ছে। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ৫ম দিনের মত জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা আরও বাড়তে পাড়ে। আর বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি লাগছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতেও তাপমাত্রা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে।

পিবিএ/টিটি/আরাআই

আরও পড়ুন...