নোয়াখালীতে ফণী দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

পিবিএ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালী জেলার সদর উপজেলা ও সুবর্ণচর উপজেলায় ঘুর্ণিঝড় ফণীর তান্ডবে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার(১১ এপ্রিল) দুপুর ২ টায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু’র নেতৃত্বে এই প্রতিনিধি দল প্রথম দফায় ৩ শত ৬০ জনকে এবং দ্বিতীয় দফায় ৪শত জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ফণী দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
ফণী দুর্গতদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

এসময় দলের অপর ভাইস চেয়ারম্যান নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ মোঃ শাহজাহান, লক্ষীপুর সদরের সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এনি, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/আরইউ/আরাআই

আরও পড়ুন...