যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১

পিবিএ,যশোর: যশোরের ঝিকরগাছায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র ও পূর্ব শত্রুতার জেরে করে দুপক্ষের হামলায় অপর পক্ষের অস্ত্রের আঘাতে খন্দকার মুকুল হোসেন(৪৫) নামে একজন গুরুতর জখম হয়েছে।শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বারবাকপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।তিনি একই এলাকার মৃত খন্দকার আমিনুর রহমানের ছেলে।তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১
খন্দকার মুকুল হোসেন (৪৫)

আহত মুকুল জানান,উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে দু”গ্রুপে পরিণত হয়।সেই শত্রুতার জের ও পূর্ব শত্রুতার বিরোধে ঘটনার দিন সকালে একই এলাকার সাঈদ আলির সাথে স্থানীয় একটা চায়ের দোকানে বাকবিতন্ডা হয়।এক পর্যয়ে তার ছেলেরা সামাদ,সালাম,আলমরা এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসী উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবণতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা.আব্দুর রশিদ বলেন,তার শরীরে ও হাতে জখমের চিহ্ন রয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক।

পিবিএ/জেডএইচ/আরআই

আরও পড়ুন...