রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে থ্যাংখালীর তাজনীমার খোলা রোহিঙ্গা শিবিরে ঘটনাটি ঘটে। নিহতরা হলো, তাজনীমার খোলা ১৪নং ক্যাম্পের এইচ ব্লকের ছদরুল আমিনের ছেলে মো. রাইহান (৬) ও একই ব্লকের আব্দু শুক্কুরের ছেলে মো. ইসমাঈল (৪)।

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে  ২ শিশুর মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্প

স্থানীয় রোহিঙ্গারা জানান, হাতিাজনীমার খোলা ক্যাম্পের একটি পাহাড়ের ঢালু খেলার সময় একটি অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে তিন শিশু। তাৎক্ষণিকভাবে পাশ্ববর্তী ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অপরজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

থ্যাংখালীর তাজনীমার খোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মনজুর কাদের পিবিএ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...