পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ (এলজি) পিতা ও পুত্রকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন,পিতা ধনমনি চাকমা(৪২),এবং তার ছেলে বিপুল চাকমা(২৬)।
রবিবার (১২ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়ইছড়ি ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী পাড়ার নিজ বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/এনএ/হক