আখাউড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিবিএ,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোবাবার নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একে এম শরীফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আখাউড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
আখাউড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারের মনিটরিং কার্যক্রমকে সামনে রেখে দোকানে মূল্য তালিকা না থাকা,ভেজাল ও মেয়ান উত্তীর্ণ খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২৬ কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর উদ্ধার করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত তাদেরকে ২২ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতে আখাউড়া থানার পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একে এম শরীফুল হক বলেন ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/কেএমআই

আরও পড়ুন...