সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

sylet-medicollage-girl-susi

পিবিএ,সিলেট: সিলেট নগরীর সুবিদবাজারের ফাজিলচিস্ত থেকে ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলা (২১) নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ মে) ভোরে ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলার মরদেহ উদ্ধার করা হয়। মিথিলা এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাঁর বাবা আব্দুল হালিমও চিকিৎসক।

নগরীর বিমান বন্দর থানার ওসি এসএম শাহদুত হোসেন পিবিএকে জানান, ভোর ৬টায় দিকে ফাজিলচিস্ত থেকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়। অতিরিক্ত পড়ালেখার চাপের কারণে ইসরাত জাহান মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...