নোবিপ্রবি’র বাস খাদে পরে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

পিবিএ,নোয়াখালী: প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে দুর্ঘটনার কবলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীবাহী বাস। রবিবার (১২মে) বিকেলে বিশ্ববিদ্যালয় হতে মাইজদিগামী সাদাবাস যাত্রা পথে দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসটি তার নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে সদর উপজেলা পরিষদ সংলগ্ন একটি খাদে পতিত হয়। প্রায় অর্ধ শতাধিকের চেয়েও বেশি শিক্ষার্থী ছিলো বাসটিতে,তার মধ্যে প্রায় চার জন শিক্ষার্থী আহত হয়েছে।

বাস খাদে পরে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত
বাস খাদে পরে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

বাসটিতে উপস্থিত এক শিক্ষার্থী বলেন,বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয়। তাতে কমবেশি সবাই আহত হয়েছে। তবে অনেক শিক্ষার্থী চালকের অদক্ষতা ও অন্যমনস্কতাকেই দায়ী করছেন এবং এই ধরনের চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে দাবি জানান।

পরিবহন শাখার পরিচালক মোঃ ইবনে ওয়ালিদ ইসলাম বলেন, “এই বিষয়ে তদন্ত করে প্রশাসনিক ভাবে আমরা ব্যবস্থা নিবো। বাসটি দ্রুত সরানোর ব্যবস্থা চলছে। তবে তেমন কোন বড় দূর্ঘটনা হয়নি।”

 

পিবিএ/ওএ/আরআই

আরও পড়ুন...