রাজশাহীতে ধানবোঝাই ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

পিবিএ,রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় ধানবোঝাই একটি মিনি ট্রাক খাদে পড়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোহন (২৮) ও রাশেদুল (২৩)। তাঁরা ধান কাটার শ্রমিক। বাড়ি কুষ্টিয়ায়।

দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

পুলিশ জানিয়েছে, ধান কেটে ট্রাকে বোঝাই করে শ্রমিকরা নওগাঁ থেকে কুষ্টিয়ার দিকে ফিরছিলেন। রাজশাহীর মোহনপুর উপজেলায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদুল মারা যান।

ওসি আবুল হোসেন জানান, নিহত দুই শ্রমিকের লাশ এখন থানায় রয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...