চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ সিএসবিএ জান্নাতুল ফেরদৌস রুমা

পিবিএ,মহেশখালী: মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়ডেইল কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস (রুমা) চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ট সিএসবিএ নির্বাচিত হয়েছেন। গর্ভবতী মায়ের সন্তান অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক নিরাপদ ভাবে প্রসব করার কারনে মহেশখালী উপজেলা জুড়ে তার নাম ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় সুসংবাদ হলো সন্তান প্রসব করাতে গিয়ে তার হাতে এখন পর্যন্ত কোন গর্ভবতী মা মারা যায়নি। স্বাভাবিকভাবে সন্তান প্রসব করাতে পেরেছেন।

শ্রেষ্ঠ সিএসবিএ জান্নাতুল ফেরদৌস রুমা
শ্রেষ্ঠ সিএসবিএ জান্নাতুল ফেরদৌস রুমা

নিরাপদ মাতৃস্বাস্থ্যে বিশেষ সেবা দানের স্বীকৃতিসরূপ তার বড় মহেশখালী ইউনিয়ন এর বড় ডেইল কমিউনিটি ক্লিনিক থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস (রুমা) চট্টগ্রাম বিভাগের মধ্যে ২০১৮/১৯ইং এ বছর শ্রেষ্ঠ সিএসবিএ নির্বাচিত হয়েছেন।

জান্নাতুল ফেরদৌস রুমা বলেন, সন্তান প্রসবের কাজে কখনো একটুও কষ্ট অনুভব করিনা বরং সুস্থ একটি সন্তান প্রসব করাতে পারায় পরম বিভোর হয়ে পড়ি। তবে আমি খুব সর্তকতার সাথে এই কাজ করে থাকি। এই কাজে আমাকে মানসিক ও শারীরিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমার স্বামী।

মহেশখালী মাদ্রাসা টিচার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ শওকত ওসমান,মহেশখালীর স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হক , বড় মহেশখালী ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকের হোসেন ও আবদুল মান্নান তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সকলের কাছে দোয়া প্রত্যাশী।

পিবিএ/এসকে/আরআই

আরও পড়ুন...