যশোরে ফেন্সিডিলসহ আটক ১

 

পিবিএ,বেনাপোল: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ১৩ মে ( সোমবার) পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান পরিমান ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান একটি ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের কাশিপুর বিওপি’র সদস্যরা টেংরাইল পোস্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৭৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে। পৃথক অভিযানে শাহজাদপুর বিওপি’র একটি টহল দল সটিপুর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ দুলাল সরদার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক দুলাল সরদার গোপালগঞ্জ জেলার সদর থানার কাজুরিয়া গ্রামের মোঃ জুলফিকার সরদারের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা (পিএসসি) জানান, কাশিপুর ও শাহজাদপুর সীমান্তে পৃথক অভিযানে ৮৮৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/এনইউ/হক

আরও পড়ুন...