মানিকগঞ্জে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিবিএ,মানকিগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মো.আমিনুল ইসলাম সেলিম নামের এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম সেলিম উপজেলার তেবাড়িয়ার এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে।

গ্রেপ্তার
সাটুরিয়া থানার পুলিশ জানান, দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন আ’লীগের ছাত্রলীগের আহবায়ক মো.আমিনুল ইসলাম সেলিম মাদক বিক্রয় ও মাদক সেবন করে আসছিল। তার মাদক বিক্রয় ও সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি ডিআইজি স্যারের নজরে আসলে তিনি মানিকগঞ্জের পুলিশ সুপারকে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। ফেসবুকের ওই ভিডিও দেখে তিন ছাত্রলীগ নেতাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে মূল ব্যবসায়ী ও তাদের নেতা আমিনুল ইসলাম সেলিমকে সোমবার দুপুরে উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে ৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মতিয়ার রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেফতার করা হয়েছে এবং মাদক বিক্রয় ও সেবনের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা বলেন, যদি কোন ছাত্রলীগ নেতা মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। দরগ্রাম ইউনিয়ন আ’লীগের ছাত্রলীগের আহবায়ক মো.আমিনুল ইসলাম সেলিমের বিরুদ্ধে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগ প্রমাণ হলে দল থেকে তাকে বহিস্কার করা হবে।
পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...