বেনাপোলে মদ ও ইয়াবাসহ যুবক আটক

পিবিএ,বেনাপোল: নাভারন হাইওয়ে পুলিশ সদস্যরা সোমবার দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ২০ লিটার মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেকাইল (২৫)নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মেকাইল বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কামাল হোসেন ছেলে।

বেনাপোলে মদ ও ইয়াবাসহ যুবক আটক
আটক মেকাইল (২৫)

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য নাভারন সাতক্ষীরা মোড়ে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি সাদা ড্রাম ভর্তি ২০ লিটার মদ ও সাদা কাগজে মুড়ানো অবস্থা ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেকাইল কে হাতেনাতে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে কোট হাজতে প্রেরন করা হবে।

পিবিএ/এন/আরআই

আরও পড়ুন...