কক্সবাজার ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গাসহ নিহত ৪

প্রতীকি ছবি

পিবিএ ডেস্ক: কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলায় এবং যশোরে পৃথক ঘটনায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন রোহিঙ্গাসহ চারজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে টেকনাফের ম্যারিন ড্রাইভ রোডস্থ শ্যামলাপুর নামক স্থানে পুলিশের সাথে বন্দুক ‘মানবপাচারকারী’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহতেরা হলেন- শ্যামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আজিম উদ্দিন (২২) ও উখিয়া জামতলির ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের রহমান আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে ‘মানবপাচারকারীরা’ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়লে পুলিশও পাল্টাগুলি ছোড়ে।

গোলাগুলিতে ঘটনাস্থলেই দুই ‘মানবপাচারকারী’ নিহত হয় জানিয়ে ওসি প্রদীপের দাবি, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি বুলেট উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার কাটাপাহার এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সায়েদিুল মোস্তফা বুলু (৪৪) নামে এক সন্দেহভাজন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বুলু পাহারতলীর জহির হাজির ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪০০ ইয়াবা, একটি দেশে তৈরি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।
মোস্তফার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিল বলেও জানান ওসি ফরিদ উদ্দিন ।

যশোর: যশোরে “দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে” অজ্ঞাত (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের গায়ে লাল, নীল ও ছাইরঙা স্ট্রাইপের টি-শার্ট এবং পরনে ছাইরঙা ফুলপ্যান্ট ছিল। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমান জানান, গভীররাতে পুলিশ খবর পায়- যশোর-মাগুরা সড়কের নোঙরপুর এলাকায় মাজারের পাশে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলা দেখতে পান। এরপর টর্চ জ্বালিয়ে পুলিশ আশপাশে খুঁজতে খুঁজতে অজ্ঞাত গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে কাতরানো অবস্থায় দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি, তিনটি হাসুয়া, এক জোড়া স্যান্ডেল ও তিনটি চপ্পল উদ্ধার করা হয়েছে।
যশোর জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগের ডা. শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...