সুনামগঞ্জে ডোবা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার

পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির পাশের ডোবা থেকে খোকা মণি (১০) নামের এক কন্যা শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিশু উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের খোকন মিয়ার কন্যা।

পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার হরিপুর গ্রামের খোকন মিয়ার কন্যা খোকামণি তার পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের ডোবায় নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে অনেক খুঁজেও ওই ডোবা থেকে মেয়েটিকে উদ্ধার করতে পারেনি।

পরে আজ মঙ্গলবার দুপুরে বাড়ির লোকজন ওই ডোবার পানিতে খোকামণির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে নিহত ওই শিশুটির লাশ ময়না-তদন্ত ছাড়াই দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...