রংপুরে সড়ক বর্ধিতকরনের দাবীতে এলাকাবাসির সড়ক অবরোধ

পিবিএ,রংপুর: রংপুর নগরীর শাপলা চত্ত্বর থেকে তাজহাট আরকে রোড পর্যন্ত নির্মানাধীন সড়কের রবাটসনগঞ্জ মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড রেল গেট পর্যন্ত সড়ক বর্ধিতকরনের দাবীতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছেন এলাকাবাসি। রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনা স্থানের গিয়ে আশ্বাসে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করা হয়।

সড়ক অবরোধ
সড়ক অবরোধ

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ঘন্টা ব্যাপী এ সড়ক অবরোধ চলাকালে নগরীতে যান চলাচলে বিঘন্ন ঘটে। সৃষ্টি হয় ব্যাপক যানজট। কর্মসূচী চলাকালে সড়কটির দু’ধারের অবকাঠামো অপসারনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব নাসিম আহমেদ সনু, ফিরোজ কায়ছার মামুন, সামছাদ হোসেন মার্শাল, জাহাঙ্গীর হোসেন রতন, এটিএম নাহিদ হাসান সাদ্দাম।

দুপুর সাড়ে ১২টায় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনাস্থলে আসেন এবং দাবীকৃর্ত স্থানটি পরিদর্শন করেন। এ সময় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বক্তব্যে আশ্বাস্ত হয়ে অবরোধ কর্মসূচী প্রত্যাহার এলাকাবাসি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু,২১নং ওয়ার্ড কাউন্সিলর মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতান মলি।

পিবিএ/এনএইচএন/আরআই

আরও পড়ুন...