মিল্ক ভিটার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর হুশিয়ারি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

পিবিএ ডেস্ক: মিল্ক ভিটাতে অনিয়মের কথা স্বীকার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রতিষ্ঠানটির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর দুগ্ধ ভবনে মিল্ক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সরকার পরিচালিত সমবায় সমিতিটির অনিয়ম বন্ধে তিনি এ সতর্কবার্তা দেন।

স্বপন বলেন, দুর্নীতি বাংলাদেশের সমবায় সমিতির বিকাশকে প্রভাবিত করেছে।

এছাড়া যেসব বেসরকারি দুগ্ধ খামার কর ফাঁকি দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।

মার্কেটিং বিভাগে গতিশীলতা আনতে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া ক্ষয়ক্ষতি কমাতে যথাযথ পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার বলেন, দেশের গরীব মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, ‘আমরা আমাদের স্থানীয় খাত বিকাশ করতে চাই, যাতে আমাদের দুধ আমদানি করতে না হয়।’

পিবিএ/এএইচ

আরও পড়ুন...