গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

gono-universityমো: রাকিবুল হাসান,পিবিএ: একসাথে অনেকে বসে ইফতারের করলে ইফতারের মহিমা আরও বেড়ে যায়, বেড়ে যায় ভাতৃত্ববোধ।

মঙ্গলবার (১৪ মে) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (গবিসাস) ইফতার ও দোয়া মাহফিলে এমন অভিমতই ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ রিফাত মেহেদীর সভাপত্বিতে ও সহ-সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ রনি খাঁ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, উপদেষ্টা এস এম আহম্মেদ মনি, ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আওয়াল লিলন সহ গবিসাস সদস্যবৃন্দ।

মাহফিলে সংগঠনের পাশাপাশি দেশবাসীর উন্নতি চেয়ে দোয়া কামনা হয়। এ সময় গণ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...