মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা সেলিমকে দল থেকে বহিস্কার

পিবিএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আমিনুল ইসলাম সেলিম ইয়াবাসহ গ্রেফতারের পর দলকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন খান মুহিত ও সাধারন সম্পাদক গোলাম মওলার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রলীগের জরুরী সভায় সেলিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হওয়ায় এ সিন্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দড়গ্রাম ইউনিয়নের আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এর আগে গত সোমবার (১৩ মে) সকালে মানিকগঞ্জের সাটুরিয়ার তেবারিয়া এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।

জানা গেছে, ছাত্র নেতার আড়ালে সেলিম দীর্ঘদিন ধরে মাদক কারবারির কাজ করে আসছিলেন। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম সেলিম উপজেলার তেবাড়িয়ার এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে।সাটুরিয়া থানার পুলিশ জানান, দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন আ’লীগের ছাত্রলীগের আহবায়ক মো.আমিনুল ইসলাম সেলিম মাদক বিক্রয় ও মাদক সেবন করে আসছিল। তার মাদক বিক্রয় ও সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পিবিএ/এমআই/জেডআই

আরও পড়ুন...