রাজধানীতে ট্রেনে কাঁটাপড়ে যুবকের পা বিচ্ছিন্ন

পিবিএ,ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনে কাঁটাপড়ে সালেহ আহমেদ বাবু (২৫) নামের এক যুবকের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশানে মোটর মেকানিকের কাজ করে সে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে শাহজাহানপুর থানা পুলিশ তাকে হাসপাতাল নিয়ে আসে।

শাহজাহানপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল পিবিএকে জালান, বাবু সকালে চট্টগ্রাম থেকে বাসে করে মালিবাগ সোহাগ বাস কাউন্টারে নামে। সেখান থেকে পূর্ব বাসাবোর বাসায় ফেরার জন্য পায়ে হেঁটে মালিবাগ রেললাইন পার হচ্ছিলো সে। এসময় একটি ট্রেনের নিচে তার ডান পা কাটা পরে। এতে তার ডান পা গোড়ালে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাম পা ও মাথায় আঘাত পায়।

তিনি আরো জানান, খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ভাইয়ের দুর্ঘটনা খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বাবু বড়বোন শারমিন আক্তার। তিনি পিবিএ’কে জানান, তারা পূর্ব বাসাবো পাটোয়ারী গলিতে থাকে। ভাইও তাদের সাথে থাকে। গুলশান-১ গুদারাঘাট এলাকার একটি মোটর মেকানিকের দোকানে কাজ করে বাবু। তাদের গ্রামের বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার পাতাকাটা গ্রামে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...