মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ৩৪ রোহিঙ্গা উদ্ধার

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় কক্সবাজার থেকে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ
মালয়েশিয়া পাচারকালে উদ্ধারকৃত ৩৪ রোহিঙ্গা। ছবি:সংগৃহিত

পিবিএ,ডেস্ক: সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় কক্সবাজার থেকে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের দরিয়ানগর বড়ছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন ।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ জন পুরুষ, ১৫ জন নারী এবং আটজন শিশু বলে জানান ওসি। তিনি বলেন, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশ্যে একদল লোককে জড়ো করার খবর পেয়ে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের লোকজন সটকে পড়ে বলে জানান ওসি।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার আরোও বলেন, ‘সম্প্রতি সক্রিয় হয়ে উঠা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে এই রোহিঙ্গাদের নিয়ে পাচারের উদ্দ্যেশ্যে জড়ো করছিল।’

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...