পিবিএ,চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীমের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে নিজ বাড়ি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের স্থানীয় আহম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে এই হামলার শিকার হন তিনি।
এ ঘটনায় হাজীগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিন্দা জানিয়ে দূর্বৃত্তদের চিহিৃত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহেনের জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছে হাজীগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
শামিরের পারিবারিক সূত্রে জান যায়, মঙ্গলবার রাতে প্রাকৃতিক ডাকে বসতঘর থেকে বের হন শামিম। এ সময় ঘরের সামনে রাস্তায় তিন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি যুবকদের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে, কিছু বুঝে উঠার আগেই অর্তকিত হামলা করেন তিন যুবক। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ডাক-চিৎকার দিতে থাকেন। পরে পরিবার ও বাড়ির লোকজন আসার পূর্বেই মোটরসাইকেল যোগে পালিয়ে যান যুবকেরা। এবং তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত খালেকুজ্জামান শামীম জানান, তারা আমার উপর অর্তকিত হামলা চালায়। এবং যাওয়ার সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে যায়। তিনি বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা এই প্রথম। বিষয়টি নিয়ে তার পরিবার চিন্তিত।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সাংবাদিক শামীম আমাকে ফোনে জানিয়েছে। আমরা অপরাধীর শাস্তি চাই।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি পিবিএ’কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আমরা দুর্বৃত্তের খুঁজে রেব করে আইনের আওতায় নিয়ে আসবো।
পিবিএ/এমএ/হক