ক্ষীণ দৃষ্টি নিয়ে গোল্ডেন জিপিএ পেল রিতু

পিবিএ,রাবি: মুনিরা ইয়াসমিন রিতু। তার দুই চোখ জন্মগতভাবেই সমস্যা। সূর্যের আলোয় কোনো মতো দেখতে পায়। তবে এই আবছা দৃষ্টিশক্তি নিয়েও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে সে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন নগরীর জামালপুর এলাকার অক্ষর একাডেমি থেকে মানবিক বিভাগ থেকে এই ফলাফল অর্জন করেন তিনি।

ক্ষীণ দৃষ্টি নিয়ে গোল্ডেন জিপিএ পেল রিতু
মুনিরা ইয়াসমিন রিতু

তার পিতা নগরীর জামালপুর এলাকার সায়দুর রহমান একজন স্কুলশিক্ষক আর গৃহিণী মেরিনা পারভীনের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। খোঁজ নিয়ে জানা গেছে, মুনিরার দুই চোখ জন্মগতভাবেই সমস্যা। সূর্যের আলোয় কোনো মতো দেখতে পায়। তবে সেটাও খুব একটা স্পষ্ট নয়।

তাছাড়া ঠিকমতো ক্লাসের বোর্ডের লেখা কিছুই দেখতে পায় না। বাসায় টেবিলল্যাম্প দিয়ে প্রতিদিন পড়াশোনা করতো। দীর্ঘদিন ধরে চিকিৎসার পরও অবস্থার উন্নতি হয়নি। ফলে এমন সমস্যা নিয়েই লেখাপড়া চালিয়ে যায়।

যখন এসএসসি পরীক্ষা শুরু হয় তখন প্রতিটি পরীক্ষায়ই টেবিলল্যাম্প জ্বালিয়ে খাতায় লিখেছে সে। লিখতে গিয়ে মাঝে মাঝে আরও বেশি ঝাপসা হয়ে আসত তার দৃষ্টিশক্তি। তবুও থেমে নেই তার এই অদম্য প্রতিভা। ফলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ সম্ভব হয়েছে।

মুনিরার এই ফলাফলে তার পিতামাতাসহ এলাকার লোকজন বেশ খুশি হয়েছে। তার পিতা সায়দুর রহমান জানান, মুনিরা জন্মগতভাবেই চোখের সমস্যা ছিল। চিকিৎসা করেছি কিন্তু কোন লাভ হয়নি। তারপরও এই সমস্যা নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তার ফলাফলে আমরাসহ এলাকাবাসী আনন্দিত। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

পিবিএ/এএইচ/আরআই

আরও পড়ুন...