বেনাপোল প্রতিনিধি: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নওয়াদাগ্রামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে তার চাচাতো ভাই। জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাত ৮ টার দিকে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম শিহাব উদ্দিন (১৭)। সে ওই গ্রামের ব্যবসায়ী আবুুল হোসেনের ছেলে ও হৈবতপুরের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শিহাব যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিহাব জানিয়েছে, চাচা আবুল খায়েরের সাথে আমার পিতার জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার রাতে আমার পিতাকে মারতে উদ্যত হয়। এ সময় আমি বাধা দিতে গেলে চাচাতো ভাই সোহেল ক্ষুব্ধ হয়ে আমার পেটে ছুরিকাঘাত করে।
আহত শিহাবের স্বজনরা জানিয়েছেন, ছুরিকাঘাতের পর শিহাব পড়ে গেলে তাকে গুলি করারও হুমকি দেয় সোহেল। এই ঘটনায় তারা কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনকে আলম জানিয়েছেন, আহত শিহাবের অবস্থা গুরুতর। পেইং ওয়ার্ডে তার চিকিৎসা সেবা চলছে।
পিবিএ/এনইউ/আরআই