কুড়িগ্রামে দুই শতাধিক ভারতীয় শাড়ী আটক

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিজিরি’র তৎপরতায় ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি এলাকায় ১৫ লাখ টাকা মূল্যের ২০১টি ভারতীয় শাড়ী উদ্ধার করেছে বিজিবি টহল দল। বুধবার ভোররাতে আন্তর্জাতিক সীমানার ১২০গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় শাড়ীগুলো জব্দ করা হয়। এসময় চোরাকারবারীরা পালিয়ে যায়।

দুই শতাধিক ভারতীয় শাড়ী আটক
দুই শতাধিক ভারতীয় শাড়ী আটক

ভূরুঙ্গামারীর ময়দান বিওপি’র নায়েব সুবেদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এর নির্দেশে একদল জওয়ানসহ দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একদল চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। পরে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১০০টি জামদানী শাড়ী, ৫১টি সিল্ক শাড়ী, ৪২টি কাতান ও ৮টি বেনারশি শাড়ী আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: জামাল হোসেন পিবিএকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি’র টহল দল ১৫ লক্ষ টাকা মূল্যের ২০১টি ভারতীয় শাড়ী জব্দ করেছে।

পিবিএ/এমআইবি/আরআই

আরও পড়ুন...