উত্তরায় আনসারের লাঠির আঘাতে ‍রিকশা চালক রক্তাক্ত, উত্তেজনা সৃষ্টি

পিবিএ,ঢাকা: উত্তরায় আনসারের এক সদস্যের লাঠির আঘাতে আনোয়ারুল(৪০) নামে এক রিকশা চালক মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়। রিকশা চালককে রক্তাক্ত করায় ওই আনসার সদস্যর ওপর উপস্থিত বিক্ষুব্ধ জনতা চড়াও হলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার দুপুরের দিকে রাজধনীর উত্তরার রাজলক্ষীতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পিবিএ কে জানান, রিকশা আনোয়ারুল যাত্রী নিয়ে রাজলক্ষী পুলিশ বক্সের সমানে দিয়ে যাওয়ার সময় এক আনসার সদস্য গতিরোধের চেষ্টা করলে, তার সংকেত অমান্য করে সামনে যাইতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশা চালককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে । এতে তার মাথা গুরুতর জখমপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়। আনসার সদস্যের এমন আচরনে উপস্থিত জনতা ও রিকশা চালাকদের মাঝে উত্তেজানকর পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ রিকশা চালক ওই আনসারের ওপর চড়াও হলে পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

হাসপাতাল সূত্রে জানা যায় ,আনোয়ারুলকে মাথায় তিনটা সেলাই দেয়া হয়েছে । আউট ডোরে চিকিৎসা শেষে পুলিশ নিয়ে গেছে । তবে এই ব্যাপারে পুলিশ কোন কোন কথা বলতে রাজি হয়নি।

পরে আনসার ও রিকশা চালকের ঘটনার জের ধরে রাজলক্ষীর ফুটপাতে ও ফুটওভার ব্রীজের নিচের দোকান ও হকারদের উচ্ছেদ চালায় পুলিশ । হকারদের অভিযোগ তাদের দোকান ভাংচুর ও মালামাল পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে য়ায়।

এই ব্যাপারে উপস্থিত পুলিশের কাছে জানতে চাইলে পিবিএ কে জানায়, এইটা পুলিশের প্রতি দিনের কাজ।

পিবিএ/হক/জেডআই

আরও পড়ুন...