পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার জয়নগর গ্রামের জয়নগর পাকা রাস্তার উপর থেকে ৩৪ টি ভারতীয় জামার সীট কাপড়, ২২টি পায়জামার সীট কাপড় এবং ৫০টি ওড়না পরিক্তত অবস্থায় উদ্ধার করেছে ।
অপর দিকে, দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান থেকে ১১৩ টি ভারতীয় জামার সীট কাপড় পরিক্তত অবস্থায় উদ্ধার করে। বধুবার সকালে সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বিজিবি ।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) পরিচালক লে.কর্নেল ইমাম হাসান জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামালের সর্বমোট মূল্য এক লক্ষ সাত হাজার তিনশত টাকা বলে জানায়। উদ্ধারকৃত ভারতীয় মালামাল গুলো দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান যায়।
পিবিএ/টিটি/আরআই