পিবিএ, গাজিপুর: গাজীপুর জেলা পুলিশ সুপারের ছবি দিয়ে নির্বাচনি ব্যানার পোস্টার করেছেন কালিয়াকৈর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র প্রার্থী তুষার। রাজনৈতিক ভাবে ছবি ব্যবহার করায় বিষয়টিকে বিব্রতকর বলছেন পুলিশ সুপার নিজেই। আর এটিকে চক্রান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতা।
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী রফিকুল ইসলাম তুষার। সম্প্রতি তার নির্বাচনি ব্যানারে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারেরর ছবি চোখে পড়ে কালিয়াকৈরের সিনাবহ এলাকায়। মূহুর্তেই ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিষয়টি নজরে এলে মেয়র প্রার্থী তুষারকে ডেকে ব্যানার নামিয়ে ফেলার নির্দেশ দেন পুলিশ সুপার। পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এগুলো তাদের অজ্ঞানতার কারণেই হয়েছে। আমি তাকে চিনিও না। আমি বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গেই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং সব ছবি নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছি।
তবে, ব্যানার সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি মেয়র প্রার্থী তুষারের। তিনি বলেন, উনি একটি মাদক বিরোধী সমাবেশ দিয়েছিল আমার ওয়ার্ডে। আমি এলাকায় তখন ছিলাম না। কে বা কারা এটা আয়োজন করছে, তারাই এই কাজটা করেছে। আমার প্রতিপক্ষ কেউ আমাকে হেয় করার লক্ষ্যেই এই কাজ করেছে। আমি এর কিছুই জানি না।
পরবর্তীতে ব্যানারগুলো আর খুঁজে পাওয়া না গেলেও পুলিশ সুপারের ছবির জায়গায় এখন শোভা পাচ্ছে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার।
পিবিএ/এমটি/জেডআই