যে কারণে ছাত্রলীগের নতুন কমিটির ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ

পিবিএ, ঢাকা : ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নতুন কমিটির ১৭ জনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কাজের অভিযোগে নিজেদের নিদোর্ষ প্রমাণ না করতে পারলে তাদের পদ শূণ্য ঘোষণা করে যোগ্যদের স্থান দেয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি। আর সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ ছাড় পাবে না। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন তারা।

বুধবার রাত ১২ টায় রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। শুরুতে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগের ঘোষিত কমিটির ১৭ জনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী অভিযোগ পাওয়া গেছে।

১৭ জন হলেন, তানজীল ভুইয়া তানভীর, অরেফিন সিদ্দিকি সুজন, সুরঞ্জন ঘোষ, আতিকুর রহমান খান, বরকত হোসেন হাওলাদার, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মাহমুদুল হাসান তুষার, আমিনুল ইসলাম বুলবুল, আহসান হাবীব,সাদিক খান, তৌফিক হাসান সাগর, সোহানী হাসান তিথি, রুশি চৌধুরী, মুনমুন চৌধুরী, আফরিন লাবণী, মুনমুন নাহার বৈশাখী।

২৪ ঘন্টার মধ্যে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছে এমন কাউকেই ছাড় দেয়া হবে না। অপ্রত্যাশিত আচরণের মাধ্যমে যারা ছাত্রলীগকে হেয় প্রতিপন্ন করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি করেছি।

এ সময় বিশৃঙ্খলাকারী‌দের উদ্দেশে গোলাম রাব্বানী ব‌লেন, আমরা স্পষ্ট বলতে চাই, সারা দে‌শে সবার প্রত্যাশা পূরণ নাও হ‌তে পারে, প্রতিবা‌দের ভাষা হ‌তে হ‌বে গণতান্ত্রিক। যারা সংগঠ‌নে বিশৃঙ্খলা ক‌রে‌ছে, তাঁদের ছাড় দেয়া হ‌বে না। তা‌ঁদেরও বহিষ্কার করা হ‌বে।

সাধারণ সম্পাদক রাব্বানীর বিরু‌দ্ধে মাদক সেব‌নের অ‌ভি‌যো‌গ এসেছে। এ বিষ‌য়ে তি‌নি ব‌লেন, আ‌মি ২৪ বার রক্ত দি‌য়ে‌ছি। মাদকাসক্ত হ‌লে রক্ত দি‌তে পারতাম না। আমার বিরু‌দ্ধে অপপ্রচার হ‌চ্ছে।

২৪ ঘণ্টার মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে তাদের পদগুলো শুন্য ঘোষণা করে সেখানে যোগ্যদের স্থান দেয়া হবে বলে জানান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, অছাত্র, বিবাহিত, মাদকসেবী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় এমন কয়েকজনের নাম আমরা পেয়েছি। যাচাই বাছাই করে এদের অভিযোগ সত্য হলে তাদের পদ শূণ্য করে যোগ্যদের স্থান দেয়া হবে। যাদের বিরু‌দ্ধে অভিযোগ এ‌সে‌ছে তা‌দেরকে যেমন ব‌হিষ্কার করা হ‌বে, যারা বিশৃঙ্খলা ক‌রেছে তাদের‌কেও ব‌হিষ্কার করা হ‌বে

কমিটি গঠনে বিলম্ব হওয়ার কারণ হিসেবে, সদ্য সাবেক প্রেসিডেন্ট-সেক্রেটারীর অসহযোগিতার কথা জানালেন বর্তমান সভাপতি। পাশাপাশি নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে পদত্যাগের কথাও জানান তিনি।

এ বিষয়ে শোভন ব‌লেন, বান্ধ‌বী থাক‌তে পা‌রবে না, এমন‌টি ছাত্রলী‌গের কোথাও নেই। পদ চ‌লে গে‌লে জান‌তে পার‌বেন সে কে?

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...