পিবিএ,ডেস্ক: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বহনকারী বিমানকে রানওয়েতে চলা একটি গাড়ি ধাক্কা দিয়েছে। সম্প্রতি দেশটির ডর্টমুন্ড বিমানবন্দরে এঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে ছিলেন না মেরকেল। এ বিমানেই ডর্টমুন্ড থেকে তার বার্লিন ফেরার কথা ছিল।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডর্টমুন্ড বিমানবন্দরে ওই বিমানটি দেখে ছবি তোলার জন্য দাঁড়ান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ঠিক এ সময় এক নারী বিমানকর্মী বিমানবন্দরের অভ্যন্তরে গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন।
গাড়িচালক নারী যখন বিমানের ওপর ‘ফেডারেল রিপাবলিক অব জার্মানি’ লেখা দেখেন, তখন উৎসাহী হয়ে উঠেন। ফলে ছবি তোলার জন্য গাড়ি ঠিকভাবে বন্ধ না করেই তা থেকে বের হয়ে আসেন। এ সময় বিমানের সম্মুখভাগে আঘাত করে গাড়িটি। সেটি গিয়ে চ্যান্সেলরের বিমানের সামনে আছড়ে পড়ে। পরে হেলিকপ্টারে করে বার্লিনে ফিরে আসেন অ্যাঙ্গেলা মেরকেল।
ডর্টমুন্ডের কাছে একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে সেখান থেকে ফিরছিলেন তিনি। গাড়ির ধাক্কায় বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণে কাজ চলছে।
পিবিএ/এইচটি (সুত্র:বিবিসি)