বগুড়ার শেরপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগ

জিয়াউদ্দিন লিটন,পিবিএ,বগুড়া: জেলার শেরপুরে প্রভাবশালী মহল কর্তৃক সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা বুধবার (১৫ মে) শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের অধিবাসীরা শেরুয়া মৌজার সাবেক দাগ ৪৫০, হাল দাগ ১৪৬০, ১৪৬১ এর উত্তর ও পশ্চিম পার্শ্বের তৈরি রাস্তা দিয়ে প্রায় ৪০-৫০টি পরিবার দীর্ঘদিন যাবত চলাচল করে আসছে।

বগুড়ার শেরপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগ
ভুক্তভোগীরা শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে

যা ওই ব্যক্তির ক্রয়কৃত জমির দলিলেও উল্লেখ আছে এবং রীতিমত নকশাও করা আছে। কিন্তু, বর্তমানে সরকারি এই রাস্তাটি মনতাজ আলীর পুত্র আয়নাল (৪২), মৃত জাবেদ আলীর পুত্র মোঃ নুরুল ইসলাম (৫৫) রাস্তাটি অবৈধভাবে বেড়া দিয়ে সরকারি রাস্তার ওপর ঘর নির্মাণ করে। ওই রাস্তা দিয়ে চলাচলকারী ৪০-৫০ টি পরিবারের সদস্যদের নানাভাবে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে।

সরকারি ওই রাস্তাটি দখলকারীরা এলাকাবাসীদের নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়। এ পরিস্থিতিতে অত্র ওয়ার্ডের ৪০-৫০টি পরিবারের চলাচলের রাস্তা না থাকায় তারা বন্দীদশায় জীবনযাপন করছেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ও ১০নং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্যের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে এলাকাবাসী সাংবাদিকদের জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে খোঁজখবর নেয়া হচ্ছে।

লিখিত অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াতক আলী শেখের সাথে যোগাযোগ করা করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক সত্যতা পেলে অভিযুক্তদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/জেইউ/আরআই

আরও পড়ুন...