সুনামগঞ্জে ডাঃ প্রিয়াংকা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জে ডাঃ প্রিয়াংকা তালুকদার শান্তা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন
মানববন্ধন

জেলা উদিচির সাদারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা সাম্মি,সাংবাদিক বিন্দু তালুকদার,শিক্ষক নেতা রুহুল আমিন,সাংস্কৃতিক কর্মী সামির পল্লব,দেবাশীষ তালুকদার শুভ্র,রুবেল খান,আশীষ তালুকদার প্রমুখ।

উল্লেখ্য-গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ি সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার পল্লবী সি ব্লকের ২৫নাম্বার বাসা থেকে প্রিয়াংকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুপুরে তার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল,শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করে পুলিশ।

প্রিয়াংকার বাবা সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার প্রিয়াংকার স্বামী,শ্বশুর ও শাশুড়িকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পিবিএ/জেএবি/আরআই

আরও পড়ুন...