পিবিএ,সেনবাগ,(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোঃ আমির হোসেন (৭৫) নামের ৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাকত আসামীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আমির হোসেনেরে বাড়ি সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে। সে ওই গ্রামের মমতার মিয়ার ছেলে ও এইচ.বি.এম.ব্রিকফিল্ডের মালিক।
তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা নং সি.আর, ৫৬১/১৪, ৩৬০/১৮,৬৯/১৮,৩৬/১৮ আলাদা মামলায় নোয়াখালীর বিচারিক আদালত প্রত্যেকটিতে এক বছর করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। একই সঙ্গে তাকে ৫৬১ নং মামলায় ৩ লাখ ৫০ হাজার ৯৯ টাকা,৬৯ নং মামলায় ৭ লাখ, ৯১হাজার, ২৬ টাকা, ৩৬ নং মামলায় ১৫ লাখ টাকা প্রদানে নির্দেশ দেন।
উল্লেখ্য আমির হোসেন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার চান্দাইয়ে এইচ,বি,এম ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা পরিচালনা করার সুবাদে বিভিন্ন লোকজন থেকে টাকা নিয়ে চেক প্রদান করে। কিন্তু টাকা পেরৎ না দেওয়ায় প্রতারণা মামলায় আদালত আলাদা মামলায় তাকে ৪ বছরের সাজা দেন।
কিন্তু সে দীর্ঘদিন পলাতক থেকে গ্রেফতার এড়ানোর চেষ্টা চালান। কিন্তু অবশেষে বৃহস্পতিবার (১৬ মে) ভোর রাতে সেনবাগ থানার এসআই গৌরসহা, আবু সুফিয়ান, এএসআই দিদার হোসেন ও নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/জেএ/আরআই