গোপালগঞ্জে অবৈধ মুড়ি চিড়া কারখানার মালিককে জরিমানা

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ মুড়ি চিড়া কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি চিড়া উৎপাদন এবং অপরিচ্ছন্ন অবস্থায় গুদামজাত করার দায়ে মেসার্স রাজলক্ষ্মী মুড়ি চিড়ার কারখানায় মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোপালগঞ্জে অবৈধ মুড়ি চিড়া কারখানার মালিককে জরিমানা
অবৈধ মুড়ি চিড়া কারখানার সন্ধান

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে আভিযান চালানো হয়। এসময় ওই বাজারে অবৈধ মুড়ি চিড়া কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন।

পরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি চিড়া উৎপাদন এবং অপরিচ্ছন্ন অবস্থায় গুদামজাত করার দায়ে মেসার্স রাজলক্ষ্মী মুড়ি চিড়ার কারখানায় মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/বিএস/আরআই

আরও পড়ুন...