সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

পিবিএ,সিলেট: চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে উৎপাদিত বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলা মল্লিকপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ অভিযান প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রদীপ সিংহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খাযরুল হুদা চপল, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমীন নাহার রুমা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, বিশিস্ট ব্যবসায়ি জিয়াউল হক,ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, নিগার সুলতানা কেয়া,

সদর উপজেলা (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা শাহীন আহমদ, কারিগরি খাদ্য পরিদর্শক গোলাম আউলিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হাজি নুরুল মোমেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বিভিন্ন জনপ্রতিনিধি, জেলার চালকল মালিক ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, কোন মধ্যস্বত্বভোগী বা দালাল নয় এবার সরাসরি প্রকৃত কার্ডকারী কৃষকদের নিকট থেকে প্রতিমণ ধান ১০৪০ টাকা দরে জেলার সব কয়টি উপজেলা খাদ্য গুদামে একযোগে বৃহস্পতিবার থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পিবিএ/এইচএসএ/আরআই

আরও পড়ুন...