রাজধানী আগারগাঁও’য়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

পিবিএ,ঢাকা: রাজধানীর পশ্চিম আগারগাঁও’য়ের একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন ফার্মেসি ব্যাবসায়ী মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা আক্তার (২৭)। আজ বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিএনপি বাজার ২ নম্বর রোডের ১৪৭/১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

রাজধানী আগারগাঁও'য়ে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
দগ্ধ মুক্তার হোসেন (৩৮)

সিরাজগঞ্জ বেলকুচি থানার রওশান আলীর ছেলে মুক্তার হোসেন। স্বামী-স্ত্রী ও একমাত্র ৬ বছরের ছেলে শাফিনকে নিয়ে বিএনপি বাজার ২ নম্বর রোডের একটি ৫ তলা বাসার নিচ তলায় ভাড়া থাকেন। এলাকাতেই একটি ফার্মেসি দোকান আছে তার।

দগ্ধ স্বামী-স্ত্রী জানান, বিকেলে ছেলে শাফিন বাসার বাইরে কোচিংয়ে ছিলো। মুক্তার বাসায় ঘুমাচ্ছিলেন। এসময় স্ত্রী সালমা রান্না ঘরে রান্না করতেছিলো। এসময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তাদের সমস্ত বাসায় আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী দগ্ধ হয়। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল পিবিএকে জানান, মুক্তারের শরীরের ৯৭ ও সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বার্ন ইউনিটে ভর্তি আছে তারা।

মোহাম্মদুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান আফজাল হোসেন পিবিএকে জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়েছিল একটি টিম। তবে তখন আগুন নিভে গেছে। বাসায় একটি টিভি বিস্ফোরিত পাওয়া গেছে। তবে আসলে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...