রজতজয়ন্তী উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

পিবিএ,খাগড়াছড়ি: ২৫ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সনাতন ছাত্র-যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা। শুক্রবার সকালে লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।

রজতজয়ন্তী উপলক্ষে সনাতন ছাত্র-যুব পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা
সনাতন ছাত্র-যুব পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

উদ্বোধন পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদ বিভিন্ন আত্মসামাজিক ও বহুমূখী উন্নয়ন কর্মকা-ের মাধ্যমে সামনের দিয়ে এগিয়ে চলেছে।এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ সংগঠনের কর্মকা-ে দেশ ও সমাজের এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা আরো সূদৃঢ হবে। এ সময় তিনি দক্ষতার সহিত সংগঠনকে পরিচালনার জন্য সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

এ সময় লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,কৃষ্ণ জম্ম অষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে, লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সদস্য অজিত নন্দী,সনাতন সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জিত দে, স্বপন চৌধুরী,ধনা চন্দ্র সেন,স্বপন দেবনাথ,তপন সরকার,পরিমল দেবনাথ উপস্থিত ছিলেন।

এছাড়াও সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য,সহ-সভাপতি বিমল দেবনাথ, সাধারণ সম্পাদক শেখর সেন,যুগ্ম সম্পাদক লিটন ভট্টাটার্য রানাসহ বিভিন্ন উপজেলার সনাতন ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দরা র‌্যালীতে অংশ নেয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয়।

পিবিএ/এএম/আরআই

আরও পড়ুন...