প্রখর রোদের খরতাপ কয়লার ঝুড়ি মাথায় নিয়ে জাহাজ থেকে খালাসের কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। সারা গায়ে, চোখে মুখে লেগে আছে কয়লার আস্তরণ। নাকে কোন মুখোশ নেই। এভাবেই কোন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়াই প্রতিনিয়ত কয়লা বহনের কারণে, কয়লা শ্রমিকরা ভুগছে নানা জটিল রোগে। ছবিটি পাবনা বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট থেকে তোলা। শুক্রবার, ১৭ মে। ছবি : পিবিএ