যুক্তরাষ্ট্রে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান গুদামঘরে বিধ্বস্ত হয়েছে
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ।ফাইল ছবি

পিবিএ,ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান গুদামঘরে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার পেরিস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে দেশটির টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

সামরিক ওই বিমানঘাঁটির মুখপাত্র জানিয়েছেন, রানওয়ে থেকে ছাড়ার পর কিছুদূর না যেতেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা খুব একটা গুরুতর নয়।

কোম্পানির সিইও এক বিবৃতিতে জানিয়েছেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সবাই নিরাপদে এবং সুস্থ্য আছেন। যদি কোনো দুর্ঘটনার ঘটতো তাহলে এটা আমাদের জন্য একটা বড় ক্ষতি হতো।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...