পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া থানা পুলিশ উপজেলার হরনী ইউনিয়নের মাইন উদ্দিন বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭মে) দুপুরে তাদের বিশেষ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪
পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

গ্রেফতারকৃতরা হচ্ছে- হরনী ইউনিয়নের আজিমনগর গ্রামের টিনের মসজিদ এলাকার কামাল উদ্দিন বেচুর পুত্র সিরাজ উদ্দিন মঞ্জু (৩৫), পূর্ব নবীপুর গ্রামের কামাল ব্যাপারীর পুত্র সমীর (২৮), একই গ্রামের মৃত জাকের হোসেনের পুত্র মোঃ বেলালকে (২৯) গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী মোঃ হানিফকে(২৮) ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (১৭মে) বিকালে হাতিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের বিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

পিবিএ/ইএনই/আরআই

আরও পড়ুন...