পিবিএ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (১৭) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা রেলষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি উদ্ধার করেছে।
জানা যায়, শুক্রবার খুলনা থেকে রাজশাহীগামী আপ সাগড়দাড়ি একপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলষ্টেশনে পৌছানোর সময় অজ্ঞাত এক যুবক রেললাইন পাড় হয়ে প্লাটফর্মে উঠতে যাচ্ছিল। এসময় সে ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, আলমডাঙ্গা রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গায় হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
পিবিএ/টিটি/জেডআই